বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫

pc'র games কিভাবে google cardboard দিয়ে খেলা যায় ...

সকলকে সালাম জানিয়ে আজকের টিউন শুরু করছি,
আজকে  pc'র games গুলা কিভাবে google cardboard দিয়ে খেলা যায় অর্থাৎ pc games থেকে কিভাবে virtual realityর স্বাদ নেয়া যায় তা শিখব...
Pc games গুলো vr headset দিয়ে খেলতে যা যা লাগবেঃ
১. Google cardboard অথবা যেকোনো vr headset.
      https://www.youtube.com/watch?v=-KYwCnls0gU
2. Android আথবা i-phone . ফোনে gyroscopic sensor থাকতে হবে আর না থাকলে একটি IR head tracker ব্যবহার করতে পারেন।
IR head tracker বানাতে হলে এই post টি দেখুন।
৩. আর trinus VR /Intugame VR software.
৪. USB cable আথবা wifi router .

এখন,
১. trinus vr download করে install করুন এবং open করুন। (android)
২.  pc তে trinus vr এর client app download করে install এবং open করুন।
৩. এইবার এই ভিডিও টিউটোরিয়াল টি দেখেনিন,
  
  https://www.youtube.com/watch?v=-KYwCnls0gU

৪. USB cable দিয়ে আপনার ফোন কে কম্পিউটার এর সাথে সংযুক্ত করুন। এবার   phone এর settings থেকে wireless and network group এর more option খুলুন এরপর tethering and portable hotspot open করুন। এখান থেকে USB tethering on করে দিন।

আপনার যদি router থাকে তাহলে wifi connect করে ৪ নং এ চলে যান।
৫.  এখন trinus vr apps এর trinus  icon এ click করে trinus on করুন pc এবং phone এ .


৬. এখন আপনার পছন্দের game open করে খেলতে থাকুন।

VR headset দিয়ে খেলার সুবিধা কি ?
VR headset দিয়ে আপনি game এর ভিতরে ঢুঁকে যেতে পারবেন 😀 মানে game টির screen 3d হয়ে যাবে আর আপনি এর সাথে ৩৬০  degree তে দেখতে পাবেন অর্থাৎ চার পাশের সব দেখতে পাবেন।

How to make google cardboard...

Google cardboard walid mafuj 2015 walid Psd Vr group
Google cardboard walid mafuj 2015 (Bangladesh Vr  group)
সকলকে সালাম জানিয়ে আজকের টিউন শুরু করছি,
Google cardboard বানানোর আগে চলুন জেনে নেই,
*Google cardboard কি ?
Recently Invented Virtual reality-র একটি project হল Google cardboard. এই  কার্ড-বোর্ড এর মাধ্যমে  সহজেই  উপভোগ করে নিতে পারেন ভার্চুয়াল রিয়ালিটি এর অনন্য এক সেইরাম অভিজ্ঞতা . এটির মাধ্যমে আপনি virtual 3D-র সম্পূর্ণ স্বাদ নিতে পারবেন। এটি ব্যবহার করতে হলে আপনার একটি smart phone লাগবে যার মধ্যে accelerometer এবং gyroscope sensor  থাকতে হবে। আর কিছু android apps লাগবে।  Google cardboard এর price বাংলাদেশে ১২০০/১৫০০ টাকার মত  😥 মজার বিষয় হল  এটি ১০০-১৫০৳ টাকায় খুব সহজেই আপনি google cardboard বানিয়ে নিতে  পারবেন।
Google cardboard এর review টি দেখে নিন https://www.youtube.com/watch?v=H9KDtWxu53Q
                          https://www.youtube.com/watch?v=-KYwCnls0gU
আরও  জানতে চাইলে Google এর ওয়েব সাইট টি দেখেন https://www.google.com/get/cardboard

        


Google cardboard বানাতে যা যা লাগবেঃ
১. Cardboard;
2. cutter / কেঁচি / ব্লেডঃ
৩. Lens (সবচেয়ে গুরুত্বপূর্ণ)  : ৪০মিমি.focal length এর ২টি lens (আমি হাটখোলা থেকে সংগ্রহ করেছিলাম )
৪. Glue: যে কোন glue
৫. Rubber Band
৬. 1টি smart phone, accelerometer এবং gyroscope sensor থাকতে হবে.  শুধু accelerometer সেন্সর থাকলেও হবে কিন্তু proper  head-tracking এর স্বাদ পাওয়া যাবে না।

Gyro sensor included walton smart phones :
Walton primo V1
Walton primo X1
Walton primo X2
Walton primo NX
Walton primo Z
Walton primo ZX
Walton primo X2
Walton primo X3
Walton primo S2
walton primo S3
Walton primo Rh2

7. Printer না থাকলে দোকান থেকে print করতে হবে।
৮. Android apps . Best Virtual reality এর apps গুলোর link নিচে দেয়া হল :
গুগল প্লে store এ vr এর অনেকগুলো Apps, games পাবেন।

এবার চলুন কাজ শুরু করি,
প্রথমে এই লিঙ্ক থেকে  google cardboard এর Template টি download করুন। Download করা Zip file টি open করুন এখন Scissor-cut template.pdf টি open করে প্রতিটি page print out করে নিন।


-print করা page গুলোকে সুন্দর ভাবে কেচি অথবা cutter দিয়ে বারতি অংশ গুলো কেটে নিন।

এবার কাটা অংশ গুলো cardboard এর উপর attach করুন।





এবার cardboard গুলো কে এভাবে কাটুন .
ওপরের মত করেই বাকি টুকরো গুলোও কেটে ফেলুন। এইভাবে,

এইবার একটু কষ্ট করে assembly video টি এখান থেকে দেখে নিনঃ https://www.youtube.com/watch?v=HFdaagINam0
এবার Vr games বা apps download ও install করে open করুন।
এবার Google cardboard টি চোখে লাগিয়ে উপভোগ করুন সপ্নের virtual reality .
Google cardboard কিভাবে ব্যবহার করতে হয় তা এখান থেকে দেখে নিনঃ
Google cardboard সম্পর্কে Youtube এ অনেক video আছে, যারা একটু আগ্রহী তাদের জন্য আরও কিছু video র link দিয়ে দিলামঃ


Pcএর game cardboard দিয়ে খেলতে এই post টি follow করুন।


Facebook এ আমিঃ https://www.facebook.com/walid.mafuj